উইমেন ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
বুধবার (১৮ মে) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের হোটেল উজানভাটির সামনের সড়কে দুটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। প্রাইভেটকার দুটিও জব্দ করা হয়েছে।
আটকরা হলেন- হবিগঞ্জ জেলার বাহুবলের শফিক আলীর ছেলে মো. আকাইদ (২৫), আরজু মিয়ার ছেলে মো. আলী হোসেন (৩৫) ও মৃত শুক্কুর আলীর ছেলে জাহির মিয়া (৩৫)।
র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, ভৈরব ক্যাম্পের অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উজানভাটি হোটেলের সামনে মহাসড়কের ওপর অভিযান পরিচালনা করে। এ সময় দুটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৫ কেজি করে ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়৷
রফিউদ্দীন আরও বলেন, প্রাইভেটকার দুটি জব্দ করা হয়েছে। এর সঙ্গে জড়িত তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply