নিজস্ব প্রতিবেদক : তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের সাথে পিরোজপুর জেলা তথ্য অফিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২ টায় জেলা তথ্য অফিসের আয়োজনে পিরোজপুর আফতাব উদ্দিন কলেজের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পিরোজপুর আফতাব উদ্দিন কলেজের কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ সেলিম হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মো: আব্দুল্লাহ-আল-মাসুদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মোস্তফা কামাল, পিরোজপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো: জিয়াউল হক সহ তথ্য অফিসের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ৫ই আগষ্টের গণঅভ্যুথানে ছাত্র সমাজের ভূমিকা অনিশ^কার্য। আগামীতে এ দেশ গড়তে হলে তাদেরকেই অগ্রনী ভূমিকা পালন করতে হবে। তাই জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
Leave a Reply