সাতক্ষীরার শ্যামনগরে বাবা-ছেলের সাথে বাঘের যুদ্ধ :
#বাবা_মা কি জিনিস, বিপদে বুঝতে বাকি থাকে না:
২৫ বছর বয়সী রবিউল শেখ। শ্যমনগর, সাতক্ষীরার বাঘের মুখে পড়ে। বাঘের আক্রমণে সবাই তখন নিজেকে বাঁচাতে পালাতে থাকে। বুকের ধন রবিউলকে বাঁচাতে লাঠি হাতে ঝাঁপিয়ে পড়ে হালিম শেখ (৫৫)। ছাড়িয়ে আনেন ছেলেকে বাঘের থাবা থেকে। এরপর আহত রবিউলকে কোলে তুলে নৌকায় তুলে সারারাত নৌকা বেয়ে ও পরে কোস্টগার্ডের স্পিডবোটে করে বুধবার সকালে চিকিৎসকের কাছে আনেন।
রবিউলের ভাষ্য:
দেখলাম, বাঘটা দেখলাম দৌড়ে আসছে আমার দিকে, গাছের আড়ালে যেতে না যেতেই গুলির বেগে আমাকে মাটিতে ফেলে ঘাড়ে কামড় দেয়! ঘটনার সময় সবাই ভয়ে এদিক সেদিক দৌড়ে যায়। শুধু বাবা লাঠি হাতে এগিয়ে আসে। বাঘটাকে পিটাতে থাকে। বাঘ আমাকে ছেড়ে বাবাকেও মেরে ফেলতে পারতো। তবু বাবা শুধু লাঠি হাতে বাঘের সাথে লড়ে গেছেন। একপর্যায়ে বাঘ আমাকে ছেড়ে হেঁটে চলে যায়। জানি না, এই বয়সে বাবা একা কিভাবে আমাকে কাঁধে তুলে জঙ্গল থেকে নৌকায় নিয়ে এলেন! তারপর সারারাত নৌকা বেয়ে এবং পরে কোস্ট গার্ডদের সহায়তায় লোকালয়ে এসে চিকিৎসা পাই।
বাবা-মা যাদের আছে অনেকে আমরা গুরুত্ব দেইনা । বিপদে পড়লে বোঝা যায় বাবা মা কি জিনিস !!
Leave a Reply