“মাদকের বিরুদ্ধে রুখলে দেশ, পথ হারাবেনা বাংলাদেশ” এই শ্লোগানকে ধারণ করে বাংলাদেশ মাদক প্রতিরোধ কমিটি ২০১৪ সালে গঠিত হয়। মাদকের বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক সচেতনতা ও আন্দোলন গড়ে তোলার ন্যায় বাংলাদেশ মাদক প্রতিরোধ কমিটি মৌলভীবাজার জেলা শাখার কমিটি অনুমোদন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসিবুর রহমান রিজু ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেন স্বাক্ষরিত ৫ সদস্য বিশিষ্ঠ এক বছর মেয়াদী এই কমিটির অনুমোদন দেওয়া হয়। সমাজের প্রতি দায়বদ্ধ ও মাদকের বিরুদ্ধে সু-স্পষ্টবাদী সংগঠকদের নেতৃত্বে সমাজের যুবক ও তরুণদের সংগঠিত করে, মাদকাসক্তহীন তারূণ্যর আগামীর বাংলাদেশ গড়তে, বাংলাদেশ মাদক প্রতিরোধ কমিটি কেন্দ্রীয় সংসদ এর এক জরুরী সভার সিদ্ধান্ত অনুযায়ী মোঃ বেলাল হোসাইনকে সভাপতি ও আমির হামজা মিম কে সাধারণ সম্পাদক করে আংশিক ৫ সদস্য বিশিষ্ট, বাংলাদেশ মাদক প্রতিরোধ কমিটি মৌলভীবাজার জেলা শাখা কমিটির অনুমোদন করা হয়। এছাড়া কমিটিতে কোহিনুর আক্তার যুগ্ম সাধারণ সম্পাদক, জোবায়ের আহমেদ সাংগঠনিক সম্পাদক এবং অনিক দেবনাথকে প্রচার সম্পাদক করা হয়। অনুমোদনকৃত এই কমিটিকে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
Leave a Reply