বর্তমান সরকার আমলা নির্ভর নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকার ও রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেন, আমলারা তা বাস্তবায়ন করেন। এ সরকার গণমুখী ও জনস্বার্থ নির্ভর। আজ রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত শোক দিবসের এক আলোচনায় এসব কথা বলেন তিনি। সরকার আমলা নির্ভর হয়ে পড়ছে- সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, আমি বলবো, আমাদের সবকিছুই এখনও এক যায়গায় আছে। সরকার-রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেয়, আমলারা বাস্তবায়ন করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন- আগস্ট মাস আসলেই বাতাসে ষড়যন্ত্রের গন্ধ পাই। ভোরের আকাশে লাল রক্ত দেখতে পাই। পৃথিবীর ইতিহাসে ১৫ আগস্টের হত্যাকাণ্ড ছিল সবচেয়ে বর্বর ও নির্মম। নেতাকর্মীদের ওবায়দুল কাদের বলেন, কী শিক্ষা নিয়েছেন বঙ্গবন্ধুর কাছ থেকে? আজকে আমি স্বেচ্ছাসেবক লীগকে মানুষকে ভালোবাসার রাজনীতির শিক্ষা নেবার আহ্বান জানাচ্ছি। বঙ্গবন্ধু ছিলেন সততার এবং সাহসের অনন্য প্রতীক। এ দুটি অস্ত্র যার কাছে আছে বিজয় তারই হবে। তিনি বলেন- স্বাধীনতার পূর্ণাঙ্গ ইতিহাস আমরা এখনও পাইনাই। স্বাধীনতার বস্তুনিষ্ঠ ও পূর্ণ ইতিহাস নতুন প্রজন্ম ও সময়ের দাবি। স্থায়ী লকডাউন কোনও সমাধান হতে পারে না। আমরা সচেতন হলে সবকিছু খুব সহজেই নিয়ন্ত্রণে চলে আসবে। পদ্মা সেতুতে আঘাতের বিষয়ে তিনি বলেন- চালকদের অদক্ষতার জন্য শাস্তি দেওয়া হয়েছে। তবে এটি অদক্ষতা নাকি অন্তর্ঘাত সেটি খতিয়ে দেখতে হবে। এসময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ প্রমুখ।
Leave a Reply