উইমেন ডেস্ক: রোববার, ১৯ সেপ্টেম্বর ২০২১, ৪ আশ্বিন ১৪২৮ |
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল বগুড়ার সান্তাহার হতে ১১ কেজি গাঁজাসহ ৫ জন নারী ও পুরুষকে আটক করেছে।
র্যাব জানায়, প্রাইভেট কার যোগে মাদক কারবারি চক্রটি কুমিল্লা থেকে গাঁজার চালান নিয়ে নওগাঁ যাবার সময় বগুড়ার সান্তাহার পৌর শহরের রেলগেট চত্বর এলাকায় “আলেশা মার্ট” কোম্পানির একটি প্রাইভেট কারে (ঢাকা মেট্রো-গ ৩৭-৫৫৪২)অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজা উদ্ধার করে।
পাশাপাশি ১ টি প্রাইভেট কার, ৮ টি মোবাইল ফোন, ১৬ টি সিম কার্ড, ১টি মেমোরি কার্ড, নগদ ১ হাজার টাকা ও ২টি ব্যাগ ও ১ সেট গাড়ির কাগজপত্র জব্দ করা হয়েছে।
এসময় গাড়ির ভেতরে থাকা ২ জন নারী ও ৩ জন পুরুষকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা উপজেলার গোরঙ্গগোলা গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে আব্দুর রহিম (৩২), কুল্লাপাথর গ্রামের শাহ আলমের ছেলে শুভ চৌধুরী (২১), রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বেরুলী গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে রুবেল (২৫), কুমিল্লা জেলার সদর দক্ষিন কুমিল্লা উপজেলার সালমানপুর গ্রামের আশরাফুল আলীর স্ত্রী নুরজাহান সুমি (২৫) ও মাগুরা জেলার স্ত্রীপুর উপজেলার বড়ইচড়া গ্রামের ইউসুফ মোল্লার মেয়ে সুমাইয়া আক্তার লায়লা (২৭)।
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার তৌকির বলেন, কুমিল্লা থেকে নওগাঁয় গাঁজার একটি চালান আসতেছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার রেলগেট চত্বর এলাকায় একটি প্রাইভেট কারে অভিযান চালানো হয়। এসময় ১১ কেজি গাঁজাসহ ৫ জনকে আটক করা হয়৷
আটককৃতদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply