নিজস্ব প্রতিবেদক : পিরোজপুর সদর উপজেলা ও পার্শ্ববর্তী মোড়েলগঞ্জ উপজেলাসহ দেশের বিভিন্ন স্থানে ফিরোজা জাহাঙ্গীর কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতারের বিভিন্ন সামগ্রী বিতরণ করেন চেয়ারম্যান : (মন্ট ফোট টেকনোলজিস গ্রুপ অফ কোং প্রাঃ লিঃ ) ব্রাঞ্চ :বাংলাদেশ , সিঙ্গাপুর , মালয়েশিয়া এবং ভিয়েতনাম। ফিরোজা জাহাঙ্গীর কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইঞ্জিঃ মোহাম্মদ ফেরদৌস হোসেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিষ্ঠানটি প্রায় এক হাজার দুইশত পরিবারকে বিভিন্ন ধরনের ইফতারের সামগ্রী বিতরণ করেন। প্রতিটি প্যাকেটে ছিল এক কেজি করে ছোলা, চিড়া,মুড়ি,খেজুর ও ট্যাং। ফিরোজা জাহাঙ্গীর কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় ২০২০ সালে । প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ইঞ্জিঃ মোহাম্মদ ফেরদৌস হোসেন। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে সাধারণ জনগণের মাঝে সমাজিক কল্যাণ মূলক কাজ করে যাচ্ছে ।
এরই ধারাবাহিকতায় গত সোমবার (১৭ই মার্চ)থেকে মোঃ শহিদুল খলিফার ত্বাবধানে পিরোজপুর জেলার গাজীপুরে ৩০ জন,জামাল খলিফা ত্বাবধানে শংকরপাশা এলাকায় ৫৭ জন, আলম মোল্লা ত্বাবধানে পিরোজপুর পৌরসভার শেখপাড়া এলাকায় ১১১ জন ও পিরোজপুর সদর উপজেলার খানাকুনিয়ারী ওয়ার্ডে ৬৬ জন, মফিজুল ইসলাম শেখ ত্বাবধানে মোড়েলগঞ্জ উপজেলার মসনী, বাধাল এলাকায় ৫৫জন, এম আখতারুজ্জামানের ত্বাবধানে ছোট কুমারখালী ওয়ার্ডে ৬১ জন, মোঃ ফিরোজ শেখ ও সোহেল শেখ তত্বাবধানে গড়ঘাটা এলাকায় ১১০ জন, মোঃ হক মোল্লা ত্বাবধানে ছোট কুমারখালী ওয়ার্ডে ৭০ জন, আলম মোল্লা ত্বাবধানে পাড়কুমারখালী ৭৫ জন,ঢাকা কেরানীগঞ্জে নূরানী এতিম খানা মাদ্রাসায় ৭০ জন,ঢাকার ইসলামী মাদ্রাসা ও এতিম খানা মাদ্রাসায় ৬০ জন,হাফিজিয়া নুরানী ও এতিম খানা মাদ্রাসায় ৬০ জন, রংপুর আহসানিয়া মাদ্রাসা ও এতিম খানায় ৪৫ জন,দিনাজপুর তৈয়াবা মাদ্রাসা ও এতিম খানায় ৮০ জন,মাদারীপুর নেছারিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় ২০ জন,খুলনার তালিমুল মাদ্রাসা ও এতিম খানায় ২০ জন,ময়মনসিংহ খাদিজাতুল কোবরা মাদ্রাসা, এতিম খানা, বৃদ্ধা আশ্রমে ৮০ জন,ঢাকার বনশ্রী দারুসসালাম মহিলা মাদ্রাসা এবং লিল্লাহ বোডিং ৫০ জন,মো আসলাম হোসেন ত্বাবধানে ঢাকায় ৫২ জনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় । এসময় অত্র পরিচালনায় ছিলেন মোহাম্মদ আলম মোল্লা,মোঃমিরাজ শেখ,মজিজুল ইসলাম প্রমুখ।
ফিরোজা জাহাঙ্গীর কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার ফেরদৌস হোসেন বলেন,সামাজিক দায়বদ্ধতা থেকে আমার মা ও বাবার স্মৃতি ধরে রাখতে সংগঠনটি গঠন করা হয়েছে। সংগঠনটি সর্বদা মানবকল্যাণে কাজ করে যাচ্ছে ।এলাকার অসহায় দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ব্যবস্থা করা হয়।
Leave a Reply