ইন্দুরকানী প্রতিনিধি : গত বুধবার ২৬শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে হাজী আলকাজ উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও দিবসের অনুষ্ঠান হয়নি। এ বিষয়ে ‘সোনালী নিউজ’ অনলাইন পোর্টালে একটি খবর প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদটি সঠিক নয়। এর তীব্র প্রতিবাদ জানিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী খানম বলেন, ২৬শে মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপনের ক্ষেত্রে সরকারি নির্দেশনা মোতাবেক জাতীয় পতাকা উত্তোলন ও অন্য অন্য অনুষ্ঠানাদি পালন করেছি। তবে বিদ্যালয়ের অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় উপহার সামগ্রী ক্রয় ও সংগ্রহ পূর্বক পিরোজপুর থেকে বিদ্যালয়ে আসতে কিছুটা দেরি হয়। দিবসে দিন যথাযথ ভাবে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠান পালন করা হয়েছে। অনুষ্ঠান পরিচালনায় অনিচ্ছাকৃত ভাবে বিলম্ব হাওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি।
Leave a Reply