পিরোজপুর-০২ (ভান্ডারিয়া-নেছারাবাদ-কাউখালী) আসনে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: মহিউদ্দিন মহারাজ বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হওয়ায় তাকে অভিন্দন জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী।
জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী এক শুভেচ্ছা বার্তায় পিরোজপুর-০২ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মো: মহিউদ্দিন মহারাজ কে শুভেচ্ছা ও অভিন্দন জানিয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনোয়ার হোসেন মঞ্জু বড় ভোটের ব্যবধানে স্বতন্ত্রপ্রার্থী মো: মহিউদ্দিন মহারাজের কাছে পরাজিত হয়েছেন। আসনটি নিয়ে ভোটের আগ মূহুর্ত পর্যন্ত ভোটার ও প্রার্থীদের মধ্যে বিভিন্ন আশংকা ছিলো। তবে সকল জলপনা কল্পনার অবসান ঘটে নির্বাচনী ফলাফল ঘোষণার মধ্য দিয়ে। রোববার রাত ১১ টায় জেলা রির্টানিং অফিসার মোহাম্মদ জাহেদুর রহমান নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। সেখানে ঈগল প্রতিকের স্বতন্ত্রপ্রার্থী মো: মহিউদ্দিন মহারাজ ৯৯ হাজার ২৬৮ ভোট পান এবং তার নিকটতম প্রতিদ্বন্দি হিসেবে নৌকা প্রতীক নিয়ে ৭০ হাজার ৬৮১ ভোট পান। সেখানে আনোয়ার হোসেন মঞ্জু ২৮ হাজার ৫৮৭ ভোটের বড় ব্যবধানে পরাজিত হন। এ আসনে ৩ লাখ ৮৪ হাজার ৪৯৪ জন ভোটারের মধ্যে ১ লাখ ৭০ হাজার ভোটার ভোট প্রদান করেছেন।
Leave a Reply