নিজস্ব প্রতিবেদক : পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও পিরোজপুর-১ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল ইন্তেকাল করেছেন (ইল্লালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। নুরুজ্জামান বাবুল বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির দীর্ঘ দিন সভাপতির দ্বায়িত্ব পালন করেন। স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলনে গাজী বাবুল পিরোজপুরে অগ্রনী ভুমিকা পালন করেন।
পারিবারিক সুত্রে জানাযায়, আজ বুধবার দুপুর দেড়টার সময় ঢাকার হোলিফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিকস্, হৃদযন্ত্র ও মস্তিষ্ক জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসন্তানসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সুত্রে জানাযায়, গাজী নুরুজ্জামান বাবুলের প্রথম নামাজে জানাজা আজ বুধবার বিকালে ঢাকার পুরানা পল্টন কেন্দ্রীয় বিএনপির কার্যালয়ের সামনে এবং পরবর্তীতে আগামীকাল পিরোজপুরে জানাজা শেষে পিরোজপুরে দাফন করা হবে।
গাজী নুরুজ্জামান বাবুল এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজউদ্দিন রানা, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা যুবদলের আহবায়ক মো: মারুফ হাসান, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ সহ জেলা বিএনপি উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
Leave a Reply