নিজস্ব প্রতিনিধি : পিরোজপুরে ক্রীড়াঙ্গনকে স্মার্ট করার লক্ষ্যে “স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন” শিরোনামে র্যালী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশসেন আয়োজনে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থা সভাপতি মোহাম্মদ জাহেদুর রহমানের নেতৃত্বে একটি র্যালী শহরের বঙ্গবন্ধু চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
র্যালীতে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক খানজাদা শাহরিয়ার বিন মান্নান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ সহ স্থানীয় ক্রীড়াবিদবৃন্দ।
র্যালী শেষে বক্তারা বলেন, বর্তমান সরকার থাকলে বাংলাদেশ ক্রীড়াঙ্গন এগিয়ে যাবে। আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি সাফল্য এবং পদক পাওয়া সম্ভব হবে। তাই সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবে জেলার ক্রীড়াঙ্গনকেও স্মার্ট ক্রীড়াঙ্গন করা হবে।
Leave a Reply