পিরোজপুরে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এ কর্মসূচির উদ্বোধন করেন।
এদিন পিরোজপুর সদর উপজেলার ৭টি ইউনিয়নের ১৩ জন ষাটোর্ধ প্রবীণ নারী পুরুষকে একটি করে কম্বল বিতরণ করা হয়। এ কর্মসূচির মধ্যে দিয়ে উপজেলার ৭টি ইউনিয়নের ৫২৫ জন ষাটোর্ধ প্রবীণ ব্যাক্তিকে মোট ৫২৫টি কম্বল বিতরণ করা হবে। রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) বাস্তবায়নে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে রিকের এরিয়া ম্যানেজার মো. সাইফুল ইসলাম, আঞ্চলিক সমন্বয়কারী মো. ফারুক রহমান, ইপিসি সংকর দেবনাথ, প্রোগ্রাম অফিসার মোসা. নিনা খানম ও মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
Leave a Reply