নিজস্ব প্রতিবেদক : হিমবাহ সংরক্ষণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর জেলায় পালিত হয়েছে বিশ্ব পানি দিবস ২০২৫ পালন উপলক্ষে রেলী ও আলোচনা সভা করেছেন জেলা প্রশাসন। শনিবার সকালে পানি দিবস উপলক্ষে একটি রেলি ববর হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আশরাফুল আলম খান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) মুস্তাফিজুর রহমান, পৌর প্রশাসক মোঃ আসাদুজ্জামান, সিভিল সার্জন প্রতিনিধি ডক্টর আরিফ হাসান, সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নুসাইর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড সহ জেলা প্রশাসকের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। আলোচনা সভায় পানি উন্নয়ন ,পানি নিষ্কাশন, সহ পানির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
Leave a Reply