পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে মঠবাড়িয়া মুক্তিযোদ্ধা কম্পেলেক্সে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু। কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা। এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সদস্য শেখ হাসানুল কবির লীন, সদস্য মো: জাকির হোসেন রোকন, আব্দুস সালাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো: শামীম মিয়া মৃধা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মঠবাড়িয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক বাদল।
কর্মীসভায় জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেন এ দেশ থেকে বাকশালী শেখ হাসিনা পালিয়ে গেছে। তিনি তার দলের নেতাকর্মীদের ফেলে রেখে স্বজনদের নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এদেশ থেকে শেখ হাসিনা ও তার নেতাকর্মীরা লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে বিদেশে বসে আরাম আয়েশ করছেন। আজকে ৬ মাসের হতে না হতেই আবার এ দেশ কে নিয়ে বিদেশে বসে ষড়যন্ত্র শুরু করেছে। পাশ্ববর্তি দেশ গিয়ে ষড়যন্ত্র শুরু করেছে তারা যেনো পাশ্ববর্তি দেশ হিসেবে আমাদের সহযোগীতা না করে আমরা যাতে তাদের সহযোগীতা না পেয়ে ভেঙ্গে পড়ি এটা ভেবেছিলো। কিন্ত এটা বাংলাদেশ ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণায় দেশ স্বাধীন হয়েছিলো সেই দেশের মানুষ এই বাংলাদেশী জনগন। তিনি সবাইকে নিয়ে একটি জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন। জাতীয়কাবাদী দল জাতীয়তা বোধ সম্পন্ন যে দলে মুসলিম, হিন্দু, বৌদ্দ, খ্রিষ্টান, গাড়ো, খাসিয়া, উপজাতি সবাই এ দলে থাকবে। আমরা ভেঙ্গে পড়তে শিখিনি।
তিনি আরো বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিয়াউর রহমান মাত্র সাড়ে তিন বছরের মধ্যে ১৯ দফা কর্মসূচীর অনেকগুলো বাস্তবায়ন করেছিলেন। কুচক্রীমহল বিদেশীরা তাকে ষড়যন্ত্র করে হত্যা করেছিলেন। আমাদের নেত্রী আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দির্ঘ ৯ বছর সৈরাচার বিরোধী আন্দোলন করে দেশ শাসনের ভার পেয়েছিলেন। তিনি তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নশীল দেশে পরিনত করেছিলেন। আমরা আগামী দিনে ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন পৌরসভা উপজেলা এবং জেলা পর্যায়ে কর্মীদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করবো তাহলেই আগামীতে যোগ্য নেতৃত্ব আসবে।
Leave a Reply