উইমেন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ সরকারের সমবায় মন্ত্রী ও ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের প্রধান উপদেষ্টা শ্রী অরূপ রায় ও বিধায়ক গৌতম চৌধুরীর সাথে ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের সভাপতি রাধা রাণী দত্ত (ভারত) ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রকি (বাংলাদেশ) সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার দুপুর ১টায় কলকাতার বিওবিবিডিবাগ সেক্রেটারী আল বিল্ডিং-এ অবস্থিত সমবায় মন্ত্রণালয়ের দপ্তরে সমবায় মন্ত্রী শ্রী অরূপ রায় এর সাথে সৌজন্য সাক্ষাত ও তার হাতে ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন নেতৃবৃন্দরা। এসময় মন্ত্রী সংগঠনের সার্বিক উন্নয়নে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।এছাড়া তিনি বাংলাদেশ সফরেও আসবেন বলে নেতৃবৃন্দদের জানান।
এদিকে গত মঙ্গলবার রাত ৯টার দিকে বিধায়ক গৌতম চৌধুরী সাথে উত্তর হাওড়ায় অবস্থিত তার নিজ কার্যালয়ে সাক্ষাত করেন সভাপতি রাধা রাণী দত্ত ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রকি।
এসময় তার সাথে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিধায়ক গৌতম চৌধুরীকেও সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
দুটি সাক্ষাতকালেই উপস্থিত ছিলেন ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ হাওড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আশিষ পোদ্দার।
Leave a Reply