উইমেন ডেস্ক: আগামী ২৫ জুন যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে পদ্মা সেতু। এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করবেন।
সেতুর উদ্বোধন উপলক্ষে ঢাকা, মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুরসহ কয়েকটি জেলায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।২৫ জুন থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলবে পাঁচদিন পর্যন্ত।পাশাপাশি প্রতিটি জেলায় চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠান সারাদেশে একযোগে দেখানো হবে। জেলায় জেলায় উৎসব করেও উদ্যাপন করা হবে সেতুর উদ্বোধনী অনুষ্ঠান। এর মধ্যে ঢাকার হাতিরঝিলে চোখ ধাঁধানো লেজার শো’র আয়োজন করা হবে।
শুক্রবার (৩ জুন) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে জেলা প্রশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পদ্মা সেতু উদ্বোধন উদ্যাপনে এসব নির্দেশনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আগামী ২৫ জুন সেতু উদ্বোধনের পর বেলা ১১টায় কাঁঠালবাড়িতে জনসভা করবে আওয়ামী লীগ। জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশে ১০ লক্ষাধিক লোকের উপস্থিতি প্রত্যাশা করছে দলটি।
Leave a Reply