উইমেন ডেস্ক:নোয়াখালীর সুবর্ণচরে কৃষিজমিতে বিদ্যুৎচালিত সেচ পাম্পের তারে জড়িয়ে মো. রাকিব হোসেন (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামে এ ঘটনা ঘটে। মো. রাকিব হোসেন ওই গ্রামের ১ নম্বর ওয়ার্ডের মো. আবদুল জলিল বাচ্চুর ছেলে।
চরজব্বার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মনির হোসেন জানান, চাষের জমিতে পানি দেওয়ার পাম্প মেশিনের বৈদ্যুতিক তারের একটি অংশ লিকেজ হয়ে যায়। মঙ্গলবার সন্ধ্যায় রাকিব হোসেন ও তার বাবা সেটি ঠিক করতে গেলে অসাবধানতাবশত রাকিব বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ দাফন সম্পন্ন হয়েছে।
Leave a Reply