মিরপুরে পাওনা টাকা চাওয়ায় নারী নির্যাতন মামলার হুমকি ৫০ হাজার টাকা দিলে সব সমাধান! : কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহে পাওনা টাকা চাওয়ায় উল্টো নারী নির্যাতন মামলার হুমকি দিয়েছে ইছাখা নামের এক ব্যক্তি। জানা যায়, পোড়াদহ ইউনিয়নের তেঘরিয়া গ্রামের ইছাখাঁ’র কাছে টাকা পায় বিল্লাল। পাওনা টাকা দিতে বিল্লাল বহু দিন ধরে ঘোরাতে থাকে ইছাখাঁ। এনিয়ে ইতিপূর্বে বেশ কয়েকবার দুজনের বাকবিতন্ডার ঘটনা ঘটে। যা অনেকজন অবগতও রয়েছে। সম্প্রতি টাকা দেওয়ার কথা বলে ইছাখা তার বাড়ীতে বিল্লালকে ডাকে। ভুক্তভোগী বিল্লাল বলেন, আমি টাকার বিষয়ে কথা বলতেই আমাকে উল্টাপাল্টা কথা বলে ইছাখা। তার কথার প্রতিবাদ করায় ইছাখা বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায় আমাকে। তারা আমার নামে মিথ্যা মামলার করবে বলেও হুমকি প্রদান করে। এমনকি ইছাখা তার স্ত্রীকে দিয়ে মিথ্যা মামলার দায়ের করে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত হয়েছে বলেও একাধিকজন জানিয়েছে। সূত্র জানায়, গত ১২ এপ্রিল ২০২১ তারিখে ইছাখা তার স্ত্রীকে দিয়ে মিথ্যা মিরপুর থানায় একটি অভিযোগও করিয়েছে। এ বিষয়ে বিল্লাল ১৩ এপ্রিল ইছাখা’র বাড়িতে কথা বলতে গেলে ইছাখা ও তার স্ত্রী আমাকে এলোপাতাড়ী ভাবে মারধর করে। আহত বিল্লাল বলেন, এসময় তারা উল্টো আমার কাছে ৫০ হাজার টাকা দাবী করে। টাকা না দিলে আদালতে নারী নির্যাতন ও ধর্ষন মামলা করবে বলেও হুমকি দেয় ইছাখা। এসময় আমার আত্মচিৎকারে এলাকার লোকজন ছুটে এসে মিরপুর হাসপাতালে ভর্তি করেন। কোন রকম সুস্থ্য হয়ে ১৬-০৪-২০২১ মিরপুর থানায় অভিযোগ দায়ের করেছি। উল্লেখ্য, গত ২৯ মার্চ ২০২১ তারিখ আনুমানিক সন্ধ্যা রাতে আমার (বিল্লাল) পাওনা টাকা দেওয়ার কথা বলে ইছাখাঁ তাঁর বাড়িতে নিয়ে যায় ও আমি টাকার কথা বলায় আমার উপর চড়াও হয়। এ বিবাদ মিঠাতে হলে বিভিন্ন মাধ্যমে ইছা খা ৫০ হাজার টাকা দাবি করেন, সে টাকা না দেওয়াতে গত ১২-০৪-২০২১ খ্রীঃ আমার নামে মিরপুর থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন। অভিযোগে ইছাখা উল্লেখ করেন, আমি নাকি রাত ১২ টার সময় তার বাড়ির জানালা দিয়ে ঘরে প্রবেশ করে তার স্ত্রীর গলায় ছুরি ধরে তার পুত্রকে খুন করার হুমকি প্রদান করি এবং ইছার স্ত্রীর গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে চলে আসি। এ কথা সম্পন্ন মিথ্যা ও বানোয়াট। আমার টাকা সেখানে পড়ে আছে অথচ আমি-ই- তাঁর চেইন ছিনিয়ে নিয়েছি। প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে আহবান তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে আমার টাকা ফিরিয়ে দিতে হস্তক্ষেপ কামনা করছি।
Leave a Reply