উইমেন ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুর থেকে ট্যাপেন্টা ট্যাবলেটসহ এক মাদক ব্যবাসায়ীকে গ্রেফতার করেছে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার বিকেল সাড়ে টার সময় তাহাজ্জত নামের এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপার খাইরুল আলমের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাজিবুল ইসলামের সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের (ডিবি পুলিশ) অফিসার ইনচার্জ নাসির উদ্দিনের নেতৃত্বে এসআই সঞ্জিত কুমার বাড়ই সঙ্গীয় অফিসার ফোর্সসহ দৌলতপুর থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে সোমবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার সময় কল্যানপুর বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারে যে, কুষ্টিয়ার দৌলতপুর থানাধীন চরদিয়াড় এলাকায় তাহাজ্জত তাগাদগিরি (৫০), পিতা-মৃত বক্কর তাগাদগিরি, সাং-চরদিয়াড়, থানা-দৌলতপুর, বাঁশঝাড়ের উত্তর পাশে মাদকদ্রব্য ঞধঢ়বহঃধফড়ষ ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে।
উক্ত সংবাদের বিষয়টি আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে নির্দেশ প্রাপ্ত হযে সংবাদের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে এএসআই আশরাফুল ইসলাম এর সহায়তায় তাকে ধৃত করে এবং ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীসহ উপস্থিত লোকজনদের সম্মুখে ধৃত ব্যক্তির নিকট হইতে সর্বমোট ২০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।
ঘটনাস্থলে জব্দ তালিকা মুলে জব্দ করে এবং ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে সে তাহার নাম মোঃ হারুন সরদার (৩৬), পিতা-মোঃ রেজাউল সরদার, সাং-চরদিয়াড়, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া বলে প্রকাশ করে।এতদসংক্রান্তে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু হয় এবং পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশনায় কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যহত আছে।
Leave a Reply