উইমেন ডেস্ক : সিপিসি-১ (কুষ্টিয়া), র্যাব-১২ এবং সিপিএসসি ময়মনসিংহ, র্যাব-১৪ এর যৌথ অভিযানে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার হত্যা মামলায় আমৃত্যু কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি আসকর আলী গ্রেফতার হয়েছে।
জানা যায়, বিগত ৪ সেপ্টেম্বর ২০১৪ তারিখ রাতে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের মোঃ আজম (২৩), পিতাঃ মোঃ এজের আলী, সাং-আড়িয়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে পাশর্^বর্তী গ্রামের মোঃ স্বপন, পিতা- মৃত কাইমুদ্দিন, মোঃ আসকর আলী, পিতা- মৃত পলান মিস্ত্রী এবং মোঃ ইশারত মন্ডল, পিতা-মোশারফ, সর্বসাং- আড়িয়া মন্ডলপাড়া, সর্বথানা-দৌলতপুর, সর্বজেলা-কুষ্টিয়া পূর্বপরিকল্পিতভাবে ডেকে নিয়ে পিটিয়ে এবং শ^াসরোধ করে হত্যা করে মৃতদেহ খালের মধ্যে মাটি চাপা দিয়ে রাখে। নিহত আজম আসামি স্বপনের নিকট তার পাওনা টাকা ফেরত চাওয়ার প্রেক্ষিতে এই হত্যাকান্ড ঘটানো হয়।
উক্ত ঘটনার প্রেক্ষিতে পরদিন নিহতের পিতা বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নাম্বার- ২৯৭, তারিখ- ০৫/৯/২০১৪, পেনাল কোডের ধারা ৩০২/২০১/৩৪, জিআর নং-২৬৭/১৫। মামলার বিচারিক কার্যক্রম শেষে ২০২১ সালের ১৪ ডিসেম্বর বিজ্ঞ বিচারক আসামিদের অনুপস্থিতিতে প্রত্যেককে আমৃত্যু কারাদন্ড এবং ৫০,০০০/- টাকা জরিমানা করে রায় প্রদান করেন। পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারের ব্যাপারে র্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প, র্যাব-১২ এবং সিপিএসসি ময়মনসিংহ, র্যাব-১৪ এর যৌথ অভিযানে গত রাতে ময়মনসিংহ জেলার ভালুকা এলাকা হতে পলাতক আসামি মোঃ আসকর আলী (৫১), পিতা- মৃত পলান মিস্ত্রী, সাং- আড়িয়া মন্ডলপাড়া, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়া’কে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করা হয়।
উক্ত হত্যা মামলার বাকি পলাতক আসামিদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত আছে।
গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করতঃ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
Leave a Reply