নিজস্ব প্রতিবেদক : তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের পক্ষে পিরোজপুর শহরের সাধারণ পথচারী, রিক্সাচালক, মেহনতী ও শ্রমজীবী মানুষের মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ মো: তাওহীদুল ইসলাম। আজ রোববার দুপুরে শহরের ভাগিরথী চত্ত্বরে এ খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
কেন্দ্রীয় ছাত্রলীগের উপ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ মো: তাওহীদুল ইসলাম জানান, বাংলাদেশ ছাত্রলীগ সব সময় সাধারণ মানুষের সেবায় কাজ করে থাকে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ভাইয়ের পক্ষে পিরোজপুর শহরের সাধারণ পথচারী, রিক্সাচালক, মেহনতী ও শ্রমজীবী মানুষের মাঝে আজ খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। যাতে করে তীব্র গরমে সাধারণ মানুষ একটু শান্তি পায় এবং হিটস্ট্রোক সহ গরম জনিত রোগ হতে মুক্তি পায়।
খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ কালে পিরোজপুরের স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply