উইমেন ডেস্ক:মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১, ৬ আশ্বিন ১৪২৮ |
জয়পুরহাটে একটি প্রাইভেট কার থেকে ৪২ কেজি গাঁজা জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এ সময় শরাফত হোসেন (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে জয়পুরহাট শহর থেকে প্রাইভেট কারসহ ওই মাদক জব্দ করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তির নাম শরাফত হোসেন। তার বাড়ি ঢাকার দক্ষিণখান আশকোনা এলাকায়। আজ মঙ্গলবার দুপুরে র্যাব-১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
কোম্পানী কমান্ডার সোহরাব হোসেন জানান, গ্রেফতারকৃত শরাফত হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। জয়পুরহাট শহরের মারোয়ারী পট্রি এলাকায় মাদকের বেচাকেনা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেখান থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেই সঙ্গে মাদক পরিবহনের জন্য ব্যবহৃত ওই প্রাইভেট কারসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরাফত হোসেন প্রাইভেট কারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মাদকের চালান পৌঁছে দেওয়া এবং দীর্ঘদিন মাদক ব্যবসায় তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply