উইমেন ডেস্ক : কুষ্টিয়ার এক ব্যবসায়ীর ৬০ লাখ টাকা আত্মসাৎ করে বিদেশে পাড়ি দেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে এক প্রতারকের বিরুদ্ধে। টাকা উদ্ধারের লক্ষ্যে আত্মগোপনে থাকা ওই প্রতারকের আত্মীয়দের বাড়িতে-বাড়িতে ধরনা এবং বিদেশে পালানো ঠেকাতে কুষ্টিয়ার পুলিশ সুপারের সঙ্গে দেখা করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। অভিযুক্ত প্রতারক রাজিবুল ইসলাম কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সলুয়া গ্রামের ভোলায় মণ্ডলের ছেলে।
ভুক্তভোগী ব্যবসায়ী মেহেদী হাসান জানান, ভেড়ামারা উপজেলার সলুয়া গ্রামের ভোলায় মণ্ডলের ছেলে রাজিবুল ইসলাম আমার দীর্ঘদিনের পরিচিত। সেই সুবাদে ব্যবসায়িক ও অন্যান্য প্রয়োজনে ধার হিসেবে ৬০ লাখ টাকা নেয় রাজিবুল ইসলাম। পরে আমার পাওনা টাকা চাইলে রাজিবুল ইসলাম বেসিক ব্যাংক লিমিটেড কুষ্টিয়া শাখার একটি চেক দেয়। চেকটি ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংক কর্তৃপক্ষ যথেষ্ট পরিমাণ টাকা না থাকায় সেটি (চেক) ডিজ-অনার করে এবং একটি স্লিপ মারফত জানিয়ে দেন যে, সংশ্লিষ্ট হিসাব নম্বরে পর্যাপ্ত টাকা নাই।
বিষয়টি মোবাইল ফোনে রাজিবুল ইসলামকে জানানোর পর থেকেই সে আত্মগোপন করেছে। তিনি বলেন, রাজিবুল বাধ্য হয়ে গত ১২ সেপ্টেম্বর রাজিবুলের বাড়ির ঠিকানায় লিগ্যাল নোটিশ পাঠিয়েছি।
ব্যবসায়ী মেহেদী হাসান আরও জানান, পরে ভেড়ামারায় পরিচিতজনদের কাছে খোঁজ নিয়ে জানতে পারি যে, রাজিবুল আরও অনেকের টাকা আত্মসাৎ করেছে।
বর্তমানে রাজিবুল গোপনে বিদেশে পাড়ি দেয়ার চেষ্টা করছে। সে যাতে গোপনে বিদেশে পালাতে না পারে সেজন্য কুষ্টিয়ার পুলিশ সুপারের সঙ্গে দেখা করেছেন বলে জানান তিনি।
এ ব্যাপারে অভিযুক্ত রাজিবুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও সেটি বন্ধ পাওয়া গেছে।
Leave a Reply