সত্যখবর ডেস্ক : কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক সত্যখবর পত্রিকার সহ-সম্পাদক, জাতীয় দৈনিক বাংলার জাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি, জয়িতা নিউজ ডট কম পোর্টালের প্রকাশক ও সম্পাদক, কুষ্টিয়া পৌর ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি, কুষ্টিয়া সদর উপজেলা মাদক প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জিল্লুর রহমানকে প্রাণনাশের হুমকি প্রদান করেছে কুষ্টিয়া পৌর ৩নং ওয়ার্ডের কাউন্সিলর এস এম আতাউল গণি ওসমান। সাংবাদিক জিল্লুর রহমান এ ব্যাপারে কাউন্সিলর ওসমান গণি’র নামে কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরী করেছে। যার জিডি নং- ১৩২২, তাং- ২৪-০৬-২১। জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া শহরের আমলাপাড়া পূর্ণবাবুর ঘাটে মারামারির ঘটনা ঘটে। সাংবাদিক জিল্লুর রহমান পরিস্থিতি নিয়ন্ত্রণে কুষ্টিয়া মডেল থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় ঘটনাটি সহিংসতায় রূপ নিতে গেলে সাংবাদিক জিল্লুর রহমান উভয়কে প্রশাসনের স্বরণাপন্ন হওয়ার উপদেশ দেন। এ বিষয়টিকে কেন্দ্র করে ওই ওয়ার্ডের কাউন্সিলর আতাউল গণি তার ব্যবহৃত ০১৭১৬-৮০৯৮৪৩ নম্বর থেকে রাত ৮.৫০ মিনিটের সময় জিল্লুর রহমানের ব্যবহৃত ০১৭৫০-১৪৬৩১৪ নম্বরে ফোন করে বলেন “তুমি আমার ছেলেদের নামে মামলা করার উপদেশ দেওয়ার সাহস কোথায় পাও ?। যদি মামলার খেলায় যদি খেলো, তাহলে তোমাকে দেখে নেব। আমি পৌর ওয়ার্ড কাউন্সিলর”। এসময় জিল্লুর রহমান কাউন্সিলরের প্রশ্নের উত্তর দিতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মেরে ফেলার হুমকি দেন। সূত্র জানায়, ওসমান গণি কাউন্সিলর হওয়ার পূর্বেও জামায়াত-বিএনপি’র ক্যাডার বলে পরিচিত ছিল। সে কুষ্টিয়া জেলা যুবদলের সমাজকল্যাণ সম্পাদকের দায়িত্বে ছিল। তার বিরুদ্ধে নাশকতার মামলাও রয়েছে। বর্তমানে কাউন্সিলর হওয়ার পর কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশয়, জমি দখল থেকে শুরু করে বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত রয়েছে বলে জানা যায়।
Leave a Reply