উইমেন ডেস্ক:কুষ্টিয়ার খোকসায় র্যাবের অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ মার্চ) উপজেলার সাতপাখিয়া বিহারীয়া গ্রামে অভিযান চালিয়ে আরিফুল ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৮৮ পিস ইয়াবাসহ গ্রেফতার করে র্যাব।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল ১৫ মার্চ রাত সাড়ে ৯টার সময় কুষ্টিয়া জেলার খোকসা থানাধীন সাতপাখিয়া বিহারীয়া গ্রামের পশ্চিমপাড়া নতুন জামে মসজিদের সামনে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ৮৮ পিস ইয়াবা (যাহার আনুমানিক মূল্য ৪৪ হাজার টাকা), ২টি মোবাইল ফোন, ৫টি সিম, একটি ইঞ্জিন চালিত সিএনজি ও নগদ ৮শ ২০ টাকাসহ মাদক ব্যবসায়ী আরিফুল ইসলাম (৩০), পিতা-মৃত আকবর শেখ, সাং-মেঘনা কামারপাড়া, থানা-পাংশা, জেলা-রাজবাড়ীকে গ্রেফতার করে।
পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে খোকসা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ আসামীকে খোকসা থানায় সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
Leave a Reply