উইমেন ডেস্ক : কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত ও তিনজন আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের ফুলতলা নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক খোকসা উপজেলার শ্যামগঞ্জ গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে মো. সাগর হোসেন (২৫)।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮ টার দিকে দ্রুতগামী একটি মোটরসাইকেল খোকসার দিকে যাবার সময় কুমারখালী অভিমুখী তিনটি বাই সাইকেল একসাথে চালিয়ে আসা অবস্থায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক মারা যান। মোটরসাইকেলে থাকা আরোহী মারাত্মক আহত হন। এবং তিনজন বাইসাইকেল চালক আহত হন। পরবর্তীতে মোটরসাইকেল চালক সহ পাঁচজনকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক সাগরকে মৃত ঘোষণা করেন।
এসময় মোটরসাইকেলে থাকা আরোহী রাসেলের জখম মারাত্মক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এবং বাইসাইকেল চালক কুমারখালী বানিয়াকান্দি গ্রামের ইকরাম নামক ব্যক্তিকে কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
অপরজন দুজনের একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। বর্তমানে বাইসাইকেল চালক মঠমালিয়াট গ্রামের জফর আলী কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, মোটরসাইকেল চালক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply