উইমেন ডেস্ক:কুষ্টিয়ার লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামকে লাঞ্চিত করা মামলার প্রধান আসামী পৌরসভার ২১ নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা আশাসহ তার সহযোগীতের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
আজ শনিবার দুপুরে অত্র বিদ্যালয়ের সামনে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যপীচলা উক্ত মানববন্ধনে লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আন্দোলনকারীরা অবিলম্বে পৌরসভার ২১ নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা আশাসহ তার সহযোগীতের গ্রেফতার ও বিচারের দাবী করেন। অন্যথায় আরো কঠোর কর্মসূচি ঘোষনারও হুশিয়ারীও দেন তারা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল ১০টায় কুষ্টিয়ার পৌরসভার ২১ নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা আশার নেতৃত্বে বিদ্যালয়ের অফিস কক্ষে প্রধান শিক্ষক নজরুল ইসলামের ওপর হামলা চালায়। প্রতিবাদে দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
পুলিশ প্রশাসন ২৪ ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেফতারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে ফিরে আসেন। ওইদিন রাতেই প্রধান শিক্ষক নজরুল ইসলাম বাদী হয়ে আশাসহ ৩ জনের নামে ও ২ জন অজ্ঞাত নামীয় আসামী করে মামলা দায়ের করলে পুলিশ ৩ নং আাসমি মো. তাছেরকে গ্রেফতার করে। আর পৌর কাউন্সিলর সোহেল রানা আশাসহ অন্য আসামীরা পলাতক রয়েছেন।
Leave a Reply