1. akmolbangladesh@gmail.com : Press Times :
শিরোনামঃ
ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে  পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পিরোজপুরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন  উপলক্ষে প্রেস ব্রিফিং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা পুরোপুরি স্বাধীনতার সুফল ভোগ করতে পারবো….কাজী রওনাকুল ইসলাম টিপু আমরা ঘর ছাড়া হয়েছি কিন্ত কখনো দেশ ছাড়া হইনি….কাজী রওনাকুল ইসলাম টিপু কর্মী ভোট দিয়ে নেতা নির্বাচিত করবেন….কাজী রওনাকুল ইসলাম টিপু পিরোজপুরে ২৫ ক্যাডারের কর্মকর্তাদের কর্মবিরতি : বৈষম্য নিরসন ও বরখাস্ত প্রত্যাহারের দাবি ২০০৬ এর ব্যাচ এর শিক্ষার্থী আলী হোসেন সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন আসন্ন পবিত্র মাহে রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে অংশীজনের সাথে মত বিনিময় সভা করেছে জেলা প্রশাসন পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের মাঝে সহায়তা প্রদান

কুষ্টিয়ায় দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ,আহত আরও ৩ জন

  • আপডেট টাইমঃ সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ১১০ মোট ভিউ

উইমেন ডেস্ক: সোমবার, ০৪ অক্টোবর ২০২১, ২০ আশ্বিন ১৪২৮  |

কুষ্টিয়ায় দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ আল নোমান সাচ্চু (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। নিহত কলেজছাত্র সাচ্চু দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রামের আব্দুর রশিদ মাষ্টারের ছেলে। সে গোয়ালগ্রাম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, রবিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে কলেজছাত্র আব্দুল্লাহ আল নোমান সাচ্চু তার দুই বন্ধু নাসিম ও সাজুকে নিয়ে দ্রুতগতিতে মোটর সাইকেলযোগে ভবানীপুর থেকে গোয়াগ্রাম নিজ বাড়িতে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটর সাইকেলচালক আব্দুল্লাহ আল নোমান সাচ্চু ও তার দুই বন্ধু নাসিম (১৬), সাজু (১৮) এবং ভ্যানচালক ইমারুল (৩০) গুরুতর আহত হয়।

আহতদের উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় আব্দুল্লাহ আল নোমান সাচ্চুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গোয়ালগ্রামের মহসিন আলীর ছেলে নাসিম, তৌহিদুল ইসলামের ছেলে সাজু ও একই এলাকার ভ্যানচালক ইমারুল আহত অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বোয়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন বিশ্বাস জানান, সড়ক দুর্ঘটনায় গোয়ালগ্রামের আব্দুর রশিদ মাষ্টারের ছেলে সাচ্চু নিহত হয়েছে এবং ভ্যানচালকসহ ৩ জন আহত হয়ে কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় নিহত সাচ্চুর দাফন সম্পন্ন হয়।

দৌলতপুর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হওয়ার কারণে খবরটি আমাদের জানা নেই। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এ বিষয়ে কোনো তথ্য জানতে চাইলে তখন ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও পড়ুনঃ
© All rights reserved © 2021 | Powered By Uttoron Host
Site Customized By NewsTech.Com