উইমেন ডেস্ক : কুষ্টিয়া ইবি থানার উজানগ্রাম ইউনিয়নের সোনাইডাংগা গ্রাম থেকে প্রায় ১ মাস ধরে আবাদী জমি খনন করছে একটি প্রভাবশালী মহল। আর সেই জমির মাটি অবৈধ ট্রাক্টরে করে নিয়ে যাওয়া হচ্ছে ঝিনাইদহের ইট ভাটায়।
এই কার্যক্রম চলছে প্রায় একমাস ধরে। ইবি থানার সোনাইডাংগা গ্রামের পর লালন তৈল পাম্পে এর হাইওয়ে রাস্তা পার হয়ে গজনবীপুর, উজানগ্রাম, হাতিয়া, ঝাউদিয়া পার হয়ে যাচ্ছে ঝিনাইদহ ইট ভাটায়। এরকম ঘটনা একমাস ধরে চললেও কারোর টনক নড়ছে না। চোখে পড়েনি কোন উর্ধ্বতন কর্মকর্তাদের।
জানা যায়, প্রায়দিনই ফজরের আজানের পর থেকে শুরু হয় এই আবাদী জমির মাটি কাটা। আর এ মাটি কাটতে আনা হয়েছে ২টি হেস্কোমিটার। গ্রামের রাস্তায় একের পর এক চলছে এই অবৈধ গাড়ি। এতে রাস্তার বেহাল অবস্থা হয়েছে।
শোনা গেছে, তারা নাকি স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই মাটি কাটছে। এদিকে যে রাস্তাগুলোতে সকালে মা-বোনেরা হাটাহাটি করতো, সেখানে বর্তমানে একটা পিপড়াও চলতে ভয় পায় এই রাস্তায়।
দূর্ঘটনা এড়াতে গ্রামের ছোট বাচ্চাদের পায়ে শিকল বেধে রুমে আটক রাখার ঘটনা ঘটেছে এ এলাকায়।
এ ধরনের কর্মকান্ডে গ্রামের মানুষ অতিষ্ঠ। এ সমস্যার প্রতিকার চেয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয়রা
Leave a Reply