উইমেন ডেস্ক: বুধবার, ০৬ অক্টোবর ২০২১, ২২ আশ্বিন ১৪২৮ |
টুরিস্ট ভিসা চালু হওয়া পর কুষ্টিয়ায় চালু হবে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র। বুধবার (৬ অক্টোবর) সকালে ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ভারত-বাংলাদেশ বন্ধুপ্রতীম প্রতিবেশী রাষ্ট্র। দুইদেশের মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজমান। ব্যবসা-বাণিজ্য প্রসারসহ সাহিত্য-সংস্কৃতিতে ঐতিহ্যগতভাবে মিল যথেষ্ট। ফলে কুষ্টিয়াসহ আশপাশের কয়েকটি জেলার মানুষের সুবিধার্থে ভিসা কেন্দ্রটি চালু হবে।
এর আগে তিনি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য কুষ্টিয়ার শিলাইদহে কুঠিবাড়িতে ভারতীয় অর্থায়নে নির্মিত আধুনিক কমপ্লেক্সসহ অন্যান্য অবকাঠামো এবং মেহেরপুর জেলার মুজিবনগরে স্থলবন্দর চালুর সম্ভাব্যতা যাচাইয়ে সরেজমিন পরিদর্শন করেন।
এসময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শ্রী অজয় সুরেকা, সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান মঞ্জু ও তারিকুল হক তারিক প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply