উইমেন ডেস্ক : কুষ্টিয়ার আলোচিত চাঞ্চল্যকর আড়ুয়াপাড়ায় মেজবা উদ্দিন সাব্বির আহমেদ (৩৯) নামের এক যুবককে জবাই করে হত্যা মামলার প্রধান দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন কুষ্টিয়া শহরতলীর বাড়াদী উত্তরপাড়া এলাকার মৃত হানু মালিথার ছেলে আতিউর রহমান ওরফে আতাই (৩০) ও নিহত সাব্বিরের দ্বিতীয় স্ত্রী কুষ্টিয়া শহরতলীর লাহিনী বটতলা এলাকার শামসুলের মেয়ে রজনী খাতুন (২৫)।
গতকাল বুধবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এর একটি চৌকস টিম ও কুষ্টিয়া মডেল থানা পুলিশের যৌথ অভিযানে কুষ্টিয়া পৌরসভাস্থ বারখাদা মিরপাড়া এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে আসামীদের স্বীকারোক্তি অনুযায়ী মিরপুর উপজেলার বারইপাড়া ইউনিয়নের কবরবারিয়া এলাকার একটি বাঁশঝারের ভিতর থেকে হত্যা কাজে ব্যবহৃত ছুরি (ডেগার) উদ্ধার করে পুলিশ।
কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলমের সঠিক দিক নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিশনের সার্বিক সহযোগিতায় কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খানের নেতৃত্বে এসআই নজরুল ইসলাম, এএসআই আসাদুর রহমান আসাদ, এএসআই শাহিনুর রহমান শাহীন, কন্সট্রেবল সেলিম রেজা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেন।
আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খাইরুল আলম সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
জানা যায়, কুষ্টিয়া পৌরসভাস্থ আড়–য়াপাড়া টিএন্ডটি গেট সংলগ্ন এলাকার মৃত আলহাজ রমজান আলী শেখের ছেলে মেজবাহ উদ্দিন সাব্বির (৩৯) এর সাথে বিয়ে হয় কুষ্টিয়া সদর উপজেলার লাহিনী চারা বটতলা এলাকার সামছুলের মেয়ে রজনী খাতুন (২৫) এর। নিহত সাব্বির আসামী রজনী’র ৩য় স্বামী। ২য় স্বামী আতাউর রহমান আতাই’র সাথে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর সাব্বিরকে বিয়ে করেন রজনী। কিন্তু বিয়ের পর আবারও রজনী তার ২য় স্বামী আতাই’র সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন। যা টের পেয়ে যায় তার ৩য় স্বামী সাব্বির। আর এ নিয়ে তাদের দুজনের মধ্যে বাগবিতন্ডার সৃষ্টি হয়। পরবর্তীতে রজনী ও আতাই মিলে সাব্বিরকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী গত ৩ অক্টোবর ২০২২ ইং রাতে রজনীর সহায়তায় আতাই শয়নকক্ষে ঢুকে ডেগার দিয়ে সাব্বিরের শ্বাসনালী কেটে রজনীকে নিয়ে পালিয়ে যায়। গুরুত্বর রক্তাক্ত অবস্থায় সাব্বিরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন তার পরিবার। পরদিন ৪ অক্টোবর ভোরে সাব্বির মৃত্যুবরণ করেন। যা জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরে বুধবার (৪ অক্টোবর) নিহত সাব্বিরের বোন রাবেয়া খাতুন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-২/৪৩১,তারিখ-০৪/১০/২০২২ ইং।
Leave a Reply