উইমেন ডেস্ক: কুষ্টিয়ায় জেলা মাদকদ্রব্য নিয়ন্তন অধিদপ্তরের অভিযানে ১৩০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক।
শনিবার ২৪ সেপ্টেম্বর কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্তন অধিদপ্তর একটি বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানের নেতৃত্বে ছিলেন কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্তন অধিদপ্তরের পরিদর্শক মোঃ বেলাল হোসেন।
কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন বিভিন্ন স্থানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রেডিং টিম অভিযান পরিচালনা করে এসময় গোপন সংবাদ এঁর ভিত্তিতে দৌলতপুর থানার কল্যাণপুর বাজার হতে ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের সময় মোঃ ছফের মন্ডল কে ১০০ বোতল এবং মোঃ রফিকুল ইসলাম কে ৩০ বোতল ফেন্সিডিলসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। যার বাজার মূল্য আনুমানিক ২ লক্ষ ৬০ হাজার টাকা ।
এ ঘটনায় দৌলতপুর থানায় দুইটি নিয়মিত মামলা দায়ের করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ বেলাল হোসেন বলেন, মাদকবিরোধী অভিযানে ২ জনকে আটক করা হয়েছে। এ মাদক বিরোধী অভিযান চলমান থাকবে। মাদকের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সর্বদা মাদক নির্মূলের জন্য কাজ করে যাবে।
Leave a Reply