উইমেন ডেস্ক:কুষ্টিয়ার কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিতান কুমার মন্ডলকে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরের রাস্তার উপর নিজ হাতে চিত্রাঙ্কন করতে দেখা গেছে।
শনিবার দুপুর থেকে কুমারখালী উপজেলা পরিষদ চত্বরের ভেতর রাস্তা গুলোতে চিত্রশিল্পীদের সাথে ইউএনও বিতান কুমার মন্ডল নিজেই রং ও তুলি হাতে চিত্রাঙ্কনের কাজে যোগ দেন।
চিত্রশিল্পীদের পাশাপাশি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীদুল ইসলাম, কুমারখালী তাঁত বোর্ড এর ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান ও ইউএনও অফিসের কম্পিউটার অপারেটর শফিকুল ইসলামসহ অনেককেই দেখা যায় রং ও তুলি হাতে চিত্রাঙ্কন করতে।
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে রংতুলির ছোঁয়ায় প্রস্তুত কুমারখালীর কেন্দ্রীয় শহীদ মিনার। উপজেলার দপ্তর গুলোর লম্বাটে দেয়ালের টুকরো অংশে বাংলার ভাষার বিভিন্ন বর্ণমালা ও বাংলার ইতিহাস ও ঐহিত্যকে ফুটিয়ে তোলার জন্য প্রস্তুত করা হচ্ছে।
আর মাত্র একদিন পর অর্থাৎ ২০ ফেব্রুয়ারি রাত ১২টার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাসহ সর্বস্তরের জনসাধারণ শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধা জানাবেন।
এ উপলক্ষে কুমারখালী উপজেলা চত্বর ও গণ কবরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের ধোয়ামোছাসহ আনুষঙ্গিক কার্যক্রম চলছে।
রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা চত্ত্ব¡র রোড ও শহীদ মিনারের মূল বেদিসহ আশপাশে রং করার কাজ প্রায় সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, ইতিমধ্যে শহীদ দিবসের সমস্ত প্রস্তুতি সম্পুর্ণ করা হয়েছে। ২১ শের শহীদদের শ্রদ্ধা নিবেদনে আগামীকাল (২১ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসন দিনব্যাপি নানা আয়োজন করেছে।
অমর ২১শে ফেব্রুয়ারির দিনটিতে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানটি গেয়ে বায়ান্নার ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটিতে বাঙ্গালী জাতি ধর্ম নির্বিশেষে শহীদ মিনারে মিলিত হয়।
Leave a Reply