ঢাকা অফিস : সিরাজগঞ্জের তাড়াশে কীটনাশক মিশ্রিত পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলো ভায়াট গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে বিথী (১১) ও একই গ্রামের শাহজাহান প্রামানিকের মেয়ে রিথী (১২)। দুজনের ভায়াট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে আশিক জানান, খালকুল গ্রামের বরাত আলী ভায়াট গ্রামের পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেছিল। পোকা নিধনের জন্য সে পুকুরে বিষও প্রয়োগ করেছিল। মঙ্গলবার দুপুরে জেলেরা পুকুরে জাল ফেলে মাছ ধরছিল। এ সময় বিথি ও রিথীও মাছ ধরতে পুকুরে নামে। কিন্তু দুজনে সাতার না জানায় সকলের অজান্তে দুজনেই পানিতে ডুবে যায়। পরে পুকুরে তল্লাশি চালিয়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। সংবাদ পেয়ে মরদেহের সুরুতহাল প্রতিবেদন করার পর কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে স্থানীয়রা বলছেন, পুকুরের পানিতে নামার পর বিষ মিশ্রিত পানি খাবার পর দুজনে ডুবে মারা গেছে।
Leave a Reply