নিজস্ব প্রতিবেদক : ‘সত্য প্রকাশে সাহসী প্রতিচ্ছবি’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করেই, দর্শকনন্দিত চ্যানেল এম. আই. টিভি আজ ৩ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যায় নিজস্ব অফিসে কেক কেটে এম. আই. টিভি’র বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এহসাম হাওলাদার ভারচুয়ালী যুক্ত হয়ে তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বর্তমান সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশে আইপি টিভির বিকল্প নেই। দেশের তৃণমূলের উন্নয়নের চিত্র তুলে ধরে ইতিমধ্যে আইপি টিভি প্রশংসনীয় হয়েছে। তথ্য মন্ত্রণালয়ে আবেদিত আইপি টিভির নিবন্ধন প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি করণে কাজ করবে বলে আমরা আশাবাদী।
প্রতিষ্ঠানটির হেড অফ নিউজ সুমন রায়হান ভারচুয়ালী যুক্ত হয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আইপি টিভির যুগ উপযোগী নীতিমালা প্রণয়নের মাধ্যমে আমাদের চ্যানেলের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করলে সরকারের তৃণমূলের উন্নয়নের চিত্র দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে প্রচার – প্রসারে এম. আই. টিভি আরো বৈপ্লবিক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ, রাজনৈতিক নেতা-কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এম. আই. টেলিভিশনে দায়িত্ব প্রাপ্ত সকল কর্মকর্তাগণ, ক্যাবল অপারেটর ও কলাকুশলীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশেষ এদিনে পিরোজপুর – ২ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ (এমপি), এম. আই. টিভি’র সকল দর্শক, পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা ও ক্যাবল অপারেটরসহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ব্যবস্থাপনার উচ্চ পর্যায়ের কর্তৃপক্ষগণ।
উল্লেখ্য, গত ২০২১ সালের ১১ জুলাই আনুষ্ঠানিক ভাবে পদযাত্রা শুরু করে এম. আই. টেলিভিশন। সরকার কর্তৃক আইপি টিভির নিবন্ধনের অপেক্ষায় এম. আই. টিভি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ‘মিরাজুল ইসলাম’ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ‘এহসাম হাওলাদার’ দক্ষতার সাথে গত ৩ বছর ধরে দেশ ও আন্তর্জাতিক বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করার ক্ষেত্রে ভূয়সী প্রশংসা কুরিয়েছে দর্শকবৃন্দের মনে।
Leave a Reply