উইমেন ডেস্ক : কুষ্টিয়া শহরের প্রানকেন্দ্র এন এস রোড সংলগ্ন ইসলামিয়া কলেজ মার্কেট। কুষ্টিয়া জেলার সবচেয়ে বড় কসমেটিকস প্রসাধনী ইসলামিয়া কলেজ মার্কেট গলিতেই পাওয়া যায়।
প্রায় ২০টি কসমেটিকস এর দোকান রয়েছে এই একটি গলির রাস্তায়। ঈদ, পূজা সহ সারা বছর এই মার্কেট গলিতে কসমেটিকস প্রসাধনী কেনার জন্য লেগে থাকে উপচে পরা ভীর। একদিকে যেমন প্রশাধনীর দোকান রয়েছে তেমনি অন্যদিকে শহর সংলগ্ন স্বনামধন্য ইসলামিয়া কলেজ রয়েছে।
বর্তমানে এই ইসলামিয়া কলেজ মার্কেট গলি একটু গুরুত্বপূর্ণ রাস্তা হিসেবে পরিচিতি পেয়েছে। কিন্তু এত প্রয়োজনীয় কাজে ব্যবহৃত রাস্তায় একটু হালকা থেকে ভারি বৃষ্টি হলেই তলিয়ে যায় সমস্ত রাস্তা ও দোকানপাটা। প্রায় হাটু পানি পর্যন্ত উচ্চতা ধারন করে বৃষ্টির পানি। এতে মানুষ চলাচল করতে যেমন সাধারন মানুষের সমস্যা হচ্ছে তেমনি কসমেটিকস দোকানীনের দোকানে পানি ঢুকে দামি দামি প্রসাধনী নষ্ট হয়ে যাচ্ছে।
এতে ক্ষতি হচ্ছে হাজার থেকে লাখ টাকা পর্যন্ত। এসব শহরের প্রানকেন্দ্র হলেও পৌরসভা কতৃপক্ষের কোন ভূমিকা নেই। সাধারন দোকানীরা কুষ্টিয়া পৌরসভার কতৃপক্ষের নিকট দ্রুত এই জলাবদ্ধতা নিরসনের দাবি জানিয়েছেন।
Leave a Reply