উইমেন ডেস্ক: শনিবার, ০৯ অক্টোবর ২০২১, ২৫ আশ্বিন ১৪২৮ |
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার সদস্য সন্দেহে ৫ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে এপিবিএন।শনিবার (৯ অক্টোবর) ভোররাতে উখিয়ার কয়েকটি ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
গ্রেফতারকৃতরা হলো, খালেদ, আমিন, শাকের, কলিম ও ইলিয়াস।
এপিবিএন ১৪র অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক জানান, গ্রেফতার ৫ রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আরসা সংগঠনের নামে চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত ছিল। তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
রোহিঙ্গা নেতা মুহিব্বুল্লাহ হত্যার ঘটনায় আরসাকে দায়ী করে তার পরিবারসহ সাধারণ রোহিঙ্গারা।
Leave a Reply