নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের ইন্দুরকানীতে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মনিরুল ইসলাম মারুফ ঈদ উপহার বিতরণ করেছেন।
শনিবার সকাল ১০ টায় উপজেলার পত্তাশী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে চারশত গরিব মেহনতী মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হেমায়েত উদ্দিন খাঁন,পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন,ইউপি সদস্য মোঃরফিকুল,নাজমুল ইসলাম,কবির হোসেন,জামায়েতের ওয়ার্ড সভাপতি নূরুল ইসলাম,মাওঃআলতাফ হোসেন প্রমুখ।
এ সময় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনিরুল ইসলাম মারুফ বলেন, পত্তাশী ইউনিয়নে প্রতি বছরের ন্যায় অসহায় ও গরিব মানুষদের মাঝে ঈদ উপহার দেওয়া হয়। ঈদ ধনী-গরিব সকলকে ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়ানোর আহ্বান জানায়। কারণ সমাজের ধনী-গরিবের সম্প্রীতি ও সহমর্মিতার মধ্য দিয়ে ঈদ উৎসব তাৎপর্যপূর্ণ হয়ে উঠে। কিন্তু আমাদের সমাজে তা হয়ে উঠেনি। বৈষম্যহীন সমাজ গড়ার মাধ্যমে এর আনন্দ ও উদ্দেশ্য সার্থক করে তুলতে হবে। ঈদুল ফিতরের ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে মানুষের কল্যাণে আমাদের আত্মনিয়োগ করতে হবে। সকল শ্রেণী-পেশার মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করার মাধ্যমে প্রতিটি দিন আনন্দময় করে তুলতে হবে।”
Leave a Reply