উইমেন ডেস্ক ।। সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১, ২৯ ভাদ্র ১৪২৮ |
কুষ্টিয়ায় আজ সোমবার জেলার সব কটি কেন্দ্রে করোনার টিকাদান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছেন সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম। সকাল সাতটার দিকে সিভিল সার্জন কার্যালয় কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘোষণা দেন। সেখানে লেখা হয় অনিবার্য কারণবশত আজ ১৩ সেপ্টেম্বর সোমবার কুষ্টিয়া জেলার সব কেন্দ্রে কোভিড-১৯ টিকা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।
সকাল নয়টার দিকে যোগাযোগ করা হলে জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মো. ইমদাদুল হক প্রথম আলোকে এ খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, জেলায় বর্তমানে সিনোফার্মের টিকা জেনারেল হাসপাতালসহ সাতটি কেন্দ্রে দেওয়া হচ্ছিল। টিকা শেষ হয়ে গেছে।
গতকাল রোববার বরাদ্দের এক লাখ টিকা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছানোর কথা ছিল। সেই মোতাবেক সব কটি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা টিকা নিতে রাতে এসেছিলেন। কিন্তু টিকাবাহী গাড়ি আসেনি।এই কর্মকর্তা আরও বলেন, খুলনা বিভাগের মধ্যে এবার দ্বিতীয় সর্বোচ্চ এক লাখ সিনোফার্মের টিকা পাওয়া যাচ্ছে।
টিকাবাহী গাড়িটি বিকল হয়ে যাওয়ায় আসতে পারেনি। তবে আজ রাতের মধ্যে সেটি কুষ্টিয়ায় চলে আসবে। তাই আগামীকাল মঙ্গলবার থেকে যথারীতি টিকা কার্যক্রম চালু হবে।প্রতিদিনের মতো গতকাল রাতে জেলা প্রশাসন থেকে দেওয়া করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।
জেলায় এ পর্যন্ত সিনোফার্মের প্রথম ডোজ টিকা নিয়েছেন ১ লাখ ২৬ হাজার ৮৮৫ জন। অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নিয়েছেন ১ লাখ ১৯ হাজার ৮৭৬ জন। সিনোফার্মের দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৬ হাজার ২৭৮ জন এবং অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৬৫ হাজার ২৫ জন।
Leave a Reply