কুষ্টিয়ার কুমারখালীতে আইসক্রিম কারখানায় জরিমানা ও সিলগালা কুষ্টিয়া, ২২এপ্রিল ২০২১।। কুষ্টিয়ার কুমারখালীতে ভেজাল ও মানহীন আইসক্রিম উৎপাদনকারী কারখানা মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানাটি সিলগালা করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না তাসনীম কারখানায় অভিযান চালিয়ে এই জরিমানা ও সিলগালা করেন।
অভিযানে তেবাড়ীয়া গ্রামের মধুরুচি ভেজাল আইসক্রিম প্রতিষ্ঠানের মালিক জাহিদ হোসেনকে জরিমানা ও কারখানাটি সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালে কারখানার মালিক পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় ১ হাজার পিছ আইসক্রিম ধ্বংস করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান দীর্ঘদিন যাবত ভেজাল ও মানহীন আইসক্রিম তৈরী করে আসছিলো কারখানাটি।
Leave a Reply