প্রেস টাইমস্‌ ২৪ । Press Times 24

আজ- রবিবার, ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

অনুষ্ঠানে থাকলেও জুলাই সনদে সই করেনি গণফোরাম

অনুষ্ঠানে থাকলেও জুলাই সনদে সই করেনি গণফোরাম
বিশেষ (ঢাকা) প্রতিনিধি: জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থেকেও সনদে সই করেনি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৫টি রাজনৈতিক দল সনদে স্বাক্ষর করে।
তবে গণফোরাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং চারটি বাম দল এতে সই করেনি।
গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘সংবিধানের ১৫০(২) অনুচ্ছেদ বিলুপ্ত করার প্রস্তাব এবং পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তফসিল বাদ দেওয়ার বিষয়ে আমাদের আপত্তি ছিল।
আমরা বলেছিলাম—এগুলো সংশোধন করা হলে সই করব। আমাদের আশ্বস্ত করা হয়েছিল, কিন্তু অনুষ্ঠানে গিয়ে চূড়ান্ত কপি না পেয়ে আমরা স্বাক্ষর থেকে বিরত থাকি।’
তিনি আরও বলেন, ‘বৃষ্টির পরে আমরা চূড়ান্ত কপির বই পেয়েছি। কমিশন জানিয়েছে যে এটি সংশোধন করা হয়েছে। এখন আমরা পর্যালোচনা করে পরে সই করব।’
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, পরবর্তী সময়েও সনদে স্বাক্ষর করার সুযোগ রয়েছে।
গণফোরাম নেতা মিজানুর রহমান বলেন, ‘আমাদের কিছু নোট অব ডিসেন্ট আছে—বিশেষ করে সংবিধানের চার মূলনীতি, বাঙালি জাতীয়তাবাদসহ কিছু বিষয়ে। এগুলো নিয়েও আমরা আলোচনায় আছি এবং ইতিবাচকভাবে বিষয়টি নিচ্ছি।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর