২০০৫ সালের ১৭ আগষ্ট সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে ও সংশ্লিষ্ট সকলের বিচারের দাবিতে পিরোজপুরে কালো পতাকা প্রদর্শন ও মাববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ আগষ্ট) বিকালে শহরের টাউন ক্লাব সড়কে এ মানববন্ধন করেছে পিরোজপুর পৌর যুবলীগ।
পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভর সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আক্তারুজ্জামান মানিক, সদর উপজেলা যুবলীগের সভাপতি কে. এম. মোস্তাফিজুর রহমান বিপ্লব, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু, পৌর যুবলীগের সহ-সভাপতি অরিফুল ইসলাম সোহেল, যুগ্ম সম্পাদক মো: সোহেল রানা, তৌহিদ শেখ, সাংগঠনিক সম্পাদক মাহবুব শেখ, দপ্তর সম্পাদক রাজিব নট্ট, পৌরসভার ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইঞ্জিনিয়ার জিদান আহম্মেদ জসিমসহ আরো অনেকে।
বক্তব্যে বক্তারা ২০০৫ সালের ১৭ আগষ্ট সারাদেশে বিএনপি জামায়াতের প্রত্যক্ষ মদদে জঙ্গিবাদ গোষ্ঠী কতৃক সিরিজ বোমা হামলা ঘটনা ঘটেছে তার তীব্র প্রতিবাদ জানান। সেই সাথে এই হামলার সাথে সংশ্লিষ্ট সকলের দ্রুত শাস্তির দাবি জানান।
Leave a Reply