1. akmolbangladesh@gmail.com : Press Times :
শিরোনামঃ
পিরোজপুরে নানা আয়োজনে বিশ্ব পানি দিবস পালন ভোট দেয়ার অধিকারের জন্য আমরা দির্ঘ ১৭ বছর অপেক্ষা করেছি….কাজী রওনাকুল ইসলাম টিপু ফিরোজা জাহাঙ্গীর কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতারি বিতরণ পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য গাজী নুরুজ্জামান বাবুলের কবর জিয়ারত করেন কেন্দ্রীয় বিএনপি’র নেতৃবৃন্দ ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে  পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পিরোজপুরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন  উপলক্ষে প্রেস ব্রিফিং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা পুরোপুরি স্বাধীনতার সুফল ভোগ করতে পারবো….কাজী রওনাকুল ইসলাম টিপু আমরা ঘর ছাড়া হয়েছি কিন্ত কখনো দেশ ছাড়া হইনি….কাজী রওনাকুল ইসলাম টিপু কর্মী ভোট দিয়ে নেতা নির্বাচিত করবেন….কাজী রওনাকুল ইসলাম টিপু

হেফাজতকে শক্ত হাতে দমনে সরকারের কাছে রাবির ১০১ শিক্ষকের বিবৃতি

  • আপডেট টাইমঃ সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ১০৮ মোট ভিউ

হেফাজতে ইসলামকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে এদের দমনে সরকারের কাছে আহবান জানিয়ে বিবৃতি দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১০১ শিক্ষক। একই সঙ্গে হেফাজত ও তাদের সহযোগী ‘সাম্প্রদায়িক’ শক্তিকে সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতিহত করার জন্য দেশবাসীর কাছে আহবান জানান তারা। সোমবার (৫ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

 

বিবৃতিতে স্বাক্ষরকারী শিক্ষকদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল আলম খান, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক চিত্ত রঞ্জন মিশ্র, দর্শন বিভাগের অধ্যাপক আবু বক্কর, ইংরেজি বিভাগের অধ্যাপক এম শহীদুল্লাহ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস অন্যতম।

 

বিবৃতিতে বলা হয়, শাল্লার সংখ্যালঘু অধ্যুষিত গ্রামগুলো, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশব্যাপী সহিংস তাণ্ডব দেশবাসীর মত আমরাও পর্যবেক্ষণ করেছি। দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে মুজিববর্ষ পালন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে। এই উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানরা ভিডিওবার্তা পাঠিয়েছেন। আবার কেউ কেউ সশরীরে অনুষ্ঠানে যোগদান করে জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন।

 

বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বের যেসব সরকার প্রধান সশরীরে এসেছেন তাদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্যতম। নরেন্দ্র মোদির আগমনকে ইস্যু করে হেফাজতে ইসলাম ও তাদের সহযোগী সাম্প্রদায়িক অপশক্তির সহিংস তাণ্ডব ও ধ্বংসলীলাকে আমরা ঘৃণা করি। আমাদের মনে রাখতে হবে এই যে সন্ত্রাসীরা যেসব স্থাপনা ও সম্পদ ধ্বংস করেছে তা ভারতের নয়, বাংলাদেশের সম্পদ। এটা আজ দিবালোকের মত সত্য যে, এরা বঙ্গবন্ধু, স্বাধীনতা, দেশের উন্নয়ন ও অগ্রগতি বিরোধী। এই সন্ত্রাসী গোষ্ঠীকে শক্ত হাতে দমন করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি এবং সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতিহত করার জন্য দেশবাসীকে আহ্বান জানাচ্ছি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও পড়ুনঃ
© All rights reserved © 2021 | Powered By Uttoron Host
Site Customized By NewsTech.Com