উইমেন ডেস্ক: “আইন মেনে সড়কে চলি নিরাপদ ঘরে ফিরে” এই শ্লোগানকে সামনে রেখে বিআরটিএ সিরাজগঞ্জ এর আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় জেলা প্রশাসক কালেক্টরেট চত্বরের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় প্রদক্ষিণ করে অফির্সাস ক্লাবে কার্যালয় এসে শেষ হয় । এরপর অফিসার্স ক্লাবে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফন নাহার।
এসময় অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল মো: জসিমউদ্দিন সরকার পিপিএম, সহকারী পরিচালক ইন্জিনিয়ারিং মো: আতিকুর রহমান, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট বিমল কুমার দাস, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ফজলুল মতিন মুক্তা, রাজশাহী বিভাগের নিরাপদ সড়ক চাই এর আহবায়ক মো: সাইফুল ইসলাম, বাস ও ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ, সরকারি কর্মচারি, স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
বক্তৃতাগণ বলেন, জাতীয় নিরাপদ সড়ক দিবসে আমাদের আইন মেনে চলতে সবাই কে সচেতন হতে হবে। সিরাজগঞ্জ জেলা বাসীকে নিরাপদে রাখতে সুন্দর পরিবেশে কনো বিকল্প নেই। আমরা সবাই আইন মানি এবং চালকের সাবধানে সহিত পরিবহন চালানোর পাশাপাশি সাধারণ মানুষের নিরাপদ রাখতে তাদের কে সচেতন করতে হবে।
Leave a Reply