উইমেন ডেস্ক: মহেশখালীর ক্রাইমজোন খ্যাত কালারমার ছড়ায় রাতের অন্ধকারে ফিল্ম স্টাইলে সিএনজি করে একদল দুর্বৃত্ত এসে রুহুল কাদের (৩৫) নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে।গতকাল সোমবার (১৮ অক্টোবর) রাত ১০টার দিকে কালামার ছড়ার ফকিরজুম পাড়ায় একদল সন্ত্রাসী কুপিয়ে ও গুলি করে চলে যায়। তিনি মহেশখালী উপজেলার কালারমার ছড়ার মোহাম্মদ এর পুত্র।
নিহতের ভাই কালারমার ছড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্বাস।তিনি জানিয়েছেন, গতকাল সোমবার রাত ১০টার দিকে একদল সন্ত্রাসী এসে কুপিয়ে ও গুলি করে চলে যায়। তাকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালারমার ছড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে ফকিরজুম পাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তাকে সিএনজি থেকে নেমে দা-কিরিচ দিয়ে কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে কালারমার ছড়া উপ-স্বাস্থ্যকেন্দ্র নিয়ে গেলে অবস্থা গুরুতর দেখে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মহেশখালী কুতুবদিয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহেদুল ইসলাম জানিয়েছেন, কালারমার ছড়ায় আধিপত্য বিস্তার নিয়ে একজনকে হত্যা করা হয়েছে। তার বিরুদ্ধে ও একাধিক মামলা রয়েছে। প্রাথমিকভাবে যারা হত্যার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
এ ঘটনায় কালারমারছড়ায় পুলিশের একাধিক টিম কাজ করছে বলে ওসি আব্দুল হাই জানান।
Leave a Reply