চলতি মৌসুমে একদিনে রেকর্ডসংখ্যক ৩২৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশের সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ৩২৯ জন রোগীর মধ্যে ৩০৬ জন ঢাকার ও বাইরের হাসপাতালে ২৩ জন ভর্তি হন। এ নিয়ে সারাদেশের হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১৪ জন। হাসপাতালে মোট ভর্তি ১ হাজার ১১৪ জনের মধ্যে ঢাকার হাসপাতালে ১ হাজার ৪৮ ও ঢাকার বাইরে ৬৬ জন ভর্তি রয়েছেন। আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এ তথ্য জানা গেছে।
Leave a Reply