শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় বল হাতে মাঠে নামবে টাইগাররা। এই ম্যাচে জয়ের কোন বিকল্প দেখছে না বাংলাদেশ দলের কোচ রাসেল ডোমিঙ্গো। এই ম্যাচে অভিষেক হচ্ছে পেসার শরিফুল ইসলামের।
প্রথম ম্যাচ ড্র হলেও দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ নিজেদের করে নিতে চায় টাইগাররা। এদিকে ছাড় দিতে নারাজ লঙ্কানরাও, তাই পাল্লেকেলেতে এমন উইকেট বানানো হয়েছে যেখান থেকে বোলারাও পাবে সুবিধা। শ্রীলঙ্কার বিপক্ষে শেস পাঁচ টেস্টে বাংলাদেশ জয় পেয়েছে একটিতে আর ড্র করেছে দুটিতে।
Leave a Reply