র্যাব-৮ বরিশাল সিপিএসসি এর একটি বিশেষ আভিযানিক দল ২৭ মে ২০২০ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে মাদারীপুর জেলার কালকীনি থানাধীন সাহেবরামপুর ইউনিয়নের ক্ষুদ্রচর পাকা রাস্তার উপর ইয়াবা কেনা বেচার সময় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ।
র্যাব ৮ থেকে জানাযায়, ২৭ মে ২০২০ তারিখে রাতে মাদারীপুর জেলার কালকীনি থানাধীন সাহেবরামপুর ইউনিয়নের ক্ষুদ্রচর পাকা রাস্তার উপর ইয়াবা কেনা বেচা হচ্ছে এমন খবর পেয়ে সেখানে গেলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা একজনকে আটক করে। আটককৃত ব্যক্তি তার পরিচয় মোঃ কিরণ রাঢ়ী , পিতা- মোঃ হোসেন রাঢ়ী, সাংঃ সাহেবরামপুর, থানাঃ কালকীনি, জেলাঃ মাদারীপুর বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের সামনে আটকৃত ব্যক্তির কাছে থেকে ১৩৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ২,৫২০/- টাকা উদ্ধার করে র্যাব।
র্যাব – ৮ থেকে আরো জানাযায়, আটকৃত মাদক ব্যবসায়ী দেশের বিভিন্ন অঞ্চল হতে মাদকদ্রব্য সংগ্রহ করে মাদারীপুর জেলার কালকীনি থানাসহ বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে । আসামীর বিরুদ্ধে মাদারীপুর জেলার কালকীনি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, আসামী মোঃ কিরণ রাঢ়ী এর বিরুদ্ধে কালকিনি থানায় চারটি মাদক ও একটি চুরিসহ পাঁচটি মামলা রয়েছে।
Leave a Reply