উইমেন ডেস্ক: মুন্সিগঞ্জের গজারিয়া এলাকা থেকে মুন্নাফ হোসেন ওরফে মুন্না (৫০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৩। এসময় ৭৩ বোতল ফেনসিডিলসহ একটি মোবাইলফোন এবং নগদ ২ হাজার ৫০ টাকা জব্দ করা হয়।
মঙ্গলবার (১১ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি জানান, মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন এলাকায় র্যাব-৩ এর একটি দল সোমবার (১০ অক্টোবর) রাতে অভিযান চালায়। অভিযানে মাদক কারবারি মুন্নাফ হোসেন ওরফে মুন্না (৫০) নামের একজনকে ৭৩ বোতল ফেনসিডিল, একটি মোবাইলফোন এবং নগদ দুই হাজার ৫০ টাকাসহ আটক করা হয়।
র্যাব-৩ এর অধিনায়ক জানান, মুন্না দীর্ঘদিন ধরে মুন্সিগঞ্জ জেলাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল নিজ হেফাজতে রেখে ক্রয়-বিক্রয় করে আসছেন।
গ্রেফতার মুন্নার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
Leave a Reply