উইমেন ডেস্ক: সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১, ১২ আশ্বিন ১৪২৮
ময়মনসিংহের ফুলপুরে ভারতীয় শাড়িসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় ভারতীয় শাড়ি বহন করা পিকআপটিও জব্দ করা হয়। আটক চোরাকারবারিরা হলেন- আকরাম (২২) ও সোহাগ (২৫)।
গতকাল রবিবার রাতে উপজেলার বওলা বাজার এলাকায় ফুলপুর থানার টহল পুলিশ তাদের আটক করেন।
এ সময় পিকআপ থেকে আনুমানিক ৬৫০ পিস শাড়ি জব্দ করা হয়। আটককৃত আকরাম ময়মনসিংহ শহরের শিকারিকান্দা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে ও সোহেল নেত্রকোনা জেলার জিগারতলা এলাকার মোহাম্মদ আবদুল কাদিরের ছেলে।
ফুলপুর থানার এসআই আশরাফুল আলম জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে শাড়িগুলো তারা ধোবাউড়া থেকে ময়মনসিংহ শহরে নিয়ে যাচ্ছিলেন। ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply